ইদ এসেছে!ইদ এসেছে !
আমাদের এই ধরাতে,
ভালোবাসার পরশ দিয়ে
সকলের মন ভরাতে।
বাঁকা চাঁদের হাসির ঝিলিক
সবখানে আজ পড়েছে,
তাঁর হাসিতে দীন–দুখীদের
ফুলের হাসি ঝরেছে!
ইদের হাসি বীণার সুরে
বাজছে সকল প্রাণে’তে
এক মোহনায় মিলছে সবে
শাওয়াল চাঁদের শানে’তে!
খোকা–খুকি ধুম লাগিয়ে
পাড়াময় আজ ঘুরেছে,
রঙিন জামা গায়ে পরে
মধুর বুলি ছুড়েছে।