বাঁকখালী নদীতে ডুবে যুবকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ১০ মে, ২০২৫ at ১১:১৬ পূর্বাহ্ণ

বন্ধুদের সাথে গোসল করতে নেমে কক্সবাজারের বাঁকখালী নদীতে ডুবে মাহিদ সাজিদ (১৯) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে নদীর ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া ঘাটপাড়া পয়েন্টে এই ঘটনা। পানিতে ডুবে নিখোঁজের ৩ ঘন্টার পর আড়াইটার দিকে এই যুবক মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত

চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত যুবক মাহিদ সাজিদ ঘাটপাড়া এলাকার হারুনুর রশীদের পুত্র ও কক্সবাজার সিটি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। সত্যতা নিশ্চিত করে ঝিলংজা ইউনিয়ন পরিষদের সদস্য শরীফ জানান, জুমার নামাজে আগে আরো চার বন্ধুকে সাথে নিয়ে বাঁকখালী নদীতে গোসল করতে নামে মাহিদ সাজিদ। এসময় তারা দীর্ঘক্ষণ পানিতে দাপাদাপি করে। এক পর্যায়ে স্রোতের টানে ভেসে যায় মাহিদ। দুই বন্ধু তার হাত ধরে টানলেও সাঁতার না জানায় মাহিদকে আটকাতে পারেনি। ইউপি সদস্য শরীফ উদ্দীন বলেন, ‘নিখোঁজের এলাকার লোকজন নদীতে নেমে বিভিন্নভাবে তল্লাশী করে নিখোঁজ মাহিদের সন্ধান করে। কিন্তু পাওয়া যায়নি। এক পর্যায়ে নিখোঁজের স্থান থেকে ২০০ ফুট দূরে নদীর কিনারে ভেসে উঠে মৃতদেহ। যুবকের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকে ছায়া নেমে আসে।’

পূর্ববর্তী নিবন্ধগুচ্ছের ‘এ’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ