বাঁকখাইনের কান্দরিয়া খালে নির্মিত হচ্ছে আধুনিক স্লুইস গেট

আগামী মাসে শুরু হচ্ছে কাজ

এম. নুরুল ইসলাম, আনোয়ারা | শনিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৫ at ৫:৪৩ পূর্বাহ্ণ

দীর্ঘ পাঁচ বছর অপেক্ষার পর অবশেষে বাঁকখাইনের কান্দরিয়া খালে ২২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে আধুনিক স্লুইস গেট। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী অক্টোবর মাসের শেষে অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে এ প্রকল্পের কাজ শুরু হয়ে ২০২৭ সালের জানুয়ারিতে শেষ হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে কয়েক হাজার একর জমি কৃষির আওতায় আসবে। অর্ধ লক্ষাধিক মানুষ এই প্রকল্পের সুবিধা ভোগ করবে।

জানা য়ায়, ২০১৭১৮ অর্থ বছরে বাঁকখাইনের কান্দরিয়া খালে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত স্লুইস গেটটি দুই বছরের মাথায় ২০২০ সালে তলিয়ে যাওয়ার পর থেকে হাজারেরও অধিক বাসিন্দাদের আনোয়ারা উপজেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে করে বাঁকখাইনের বাসিন্দারা মানবেতর জীবন যাপন করে আসছে। সেই সাথে সারা বছর শিকলবাহা খালের জোয়ারের পানি উঠা নামার ফলে স্থানীয়দের ফসলি জমি ভেঙে খালের সৃষ্টি হয়েছে। শত শত একর জমিতে বিগত ৫ বছর ধরে চাষাবাদ হচ্ছে না। ফলে এ অঞ্চলের অর্ধ লক্ষাধিক কৃষক ক্ষতির মুখে পড়েন। অবশেষে পাঁচ বছর পর নির্মাণ হতে যাচ্ছে আধুনিক স্লুইস গেট। যার ফলে এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ঠিকাদারী প্রতিষ্ঠান আবুল কালাম আজাদ এন্ড ব্রাদার্স ২১ কোটি ৭৭ লাখ টাকায় ছয় রেগুলেটর বিশিষ্ট আধুনিক স্লুইস গেট নির্মাণ প্রকল্পের কাজ বাস্তবায়ন করবে।

পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আনিস হায়দার খান জানান, প্রাকৃতি ও পরিবেশ অনুকূলে থাকলে আগামী অক্টোবর অথবা নভেম্বর মাস থেকে এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু হবে। আগামী ২০২৭ সালের জানুয়ারিতে প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছি। এই প্রকল্প চালু পর আনোয়ার এবং পটিয়া উপজেলার বাসিন্দারা সুফল ভোগ করবে। লোনা পানিমুক্ত থাকবে কৃষি জমি। এটি একটি আধুনিক প্রযুক্তির প্রকল্প।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফের গহীন পাহাড় থেকে নারী-শিশুসহ ৬৬ জন উদ্ধার
পরবর্তী নিবন্ধনৌকাবাইচে মেতে উঠল রামুর হাজারো মানুষ