বহু সাবেক আফগান কর্মকর্তাকে হত্যা করেছে তালেবান

| মঙ্গলবার , ১ ফেব্রুয়ারি, ২০২২ at ১১:৪৭ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছাড়ার পর আন্তর্জাতিক সামরিক বাহিনীগুলোর সঙ্গে কাজ করা আফগানিস্তানের সাবেক কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর সদস্যসহ বহু লোককে তালেবান ও তাদের সহযোগীরা হত্যা করেছে, জাতিসংঘের এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া প্রতিবেদনটি গোচরে এসেছে। এতে দেখা গেছে, অগাস্টে তালেবান ক্ষমতা গ্রহণের পর যুদ্ধ থামলেও আফগানিস্তানের তিন কোটি ৯০ লাখ মানুষের জীবনমান দিন দিন খারাপ হচ্ছে। প্রতিবেদনটিতে গুতেরেস বলেছেন, জটিল একটি সামাজিক ও অর্থনৈতিক পদ্ধতির পুরোটাই বন্ধ হয়ে যাচ্ছে। খবর বিডিনিউজের। আগস্টের মাঝামাঝি তালেবান রাজধানী কাবুল দখল করে নেওয়ার পর আফগানিস্তানে থাকা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিদেশি বাহিনীগুলোর অবশিষ্ট সেনারা দেশটি ছেড়ে যায়। এরপর আন্তর্জাতিক দাতারা দেশটির জন্য গুরুত্বপূর্ণ আর্থিক সহযোগিতা বন্ধ করে দেয়। এতে আফগানিস্তানজুড়ে মানবিক ও অর্থনৈতিক সংকট গুরুতর আকার ধারণ করতে থাকে। গত কয়েক মাসে এ নিয়ে একের পর এক সতর্কতা জারি করেছেন জাতিসংঘ মহাসচিব, নিরাপত্তা পরিষদের কাছে তার জমা দেওয়া প্রতিবেদনেও সেসব কথা উঠে এসেছে বলে জানিয়েছে। এসব পরিস্থিতি মোকাবেলায় নতুন একটি মানবাধিকার পর্যবেক্ষণ ইউনিট তৈরি করার পাশাপাশি আফগানিস্তানে জাতিসংঘের মিশন পুনর্গঠনের একটি প্রস্তাব অনুমোদন করার জন্য নিরাপত্তা পরিষদকে পরামর্শ দিয়েছেন গুতেরেস।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৫২.২৭ কোটি টাকা
পরবর্তী নিবন্ধনজরদারির বাড়বাড়ন্তে জনজীবন দুর্বিষহ