বহুদিন পরে উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিতে পারবেন

সাতকানিয়ায় ধর্ম উপদেষ্টা

সাতকানিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ জানুয়ারি, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন আমাদের জন্য একটি ঐতিহাসিক ক্ষণ। আমরা আশাবাদী বহুদিন পরে উৎসবমুখর পরিবেশে এদেশের মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচন শেষে জনগণের ভোটে যারাই নির্বাচিত হয়ে আসবেন আমরা তাঁদের হাতেই ক্ষমতা হস্তান্তর করব।

গতকাল সোমবার দুপুরে তিনি সাতকানিয়া চৌকি আদালতের অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধন ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, আগামী দিনের সরকার খুব ভালো হবে। এটা আমরা আশা করছি। আইনের শাসনের গুরুত্ব তুলে ধরে আ ফ ম খালিদ হোসেন বলেন, আইনের শাসন অনুপস্থিত থাকলে মব জাস্টিস কালচার তৈরি হয়, যা সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতিকর।

সাতকানিয়া আইনজীবী সমিতির সভাপতি মো. সোলাইমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুল ইসলাম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবি আইন বিভাগের অধ্যাপক সাঈদ আহছান খালিদ। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাতকানিয়া আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মাহমুদুল হক, সহ সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, অ্যাডভোকেট এ এম ফয়সাল, সাতকানিয়া আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট সুজন পালিত প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করবে চসিক : মেয়র
পরবর্তী নিবন্ধচার চোর গ্রেপ্তার, চোরাই ২ লাখ টাকা উদ্ধার