‘বহুদিনের বাক্যরাশি’ গ্রন্থের প্রকাশনা উৎসব

| শনিবার , ১৩ মার্চ, ২০২১ at ৮:২১ পূর্বাহ্ণ

‘কবিতায় দর্শন-মতবাদ-জাতীয় পাণ্ডিত্য এলেও স্বতোঃসারিত উচ্চারণই প্রকৃত কবিতার মৌলিক অন্তঃসার। বস্তুত উপস্থাপনই কবিতার মৌল অন্বিষ্ট। এই সারবত্তা ধারণ করেই সাবিনা পারভীন লীনার কাব্যজগত সাফল্যে সীমানা স্পর্শ করেছে। যেহেতু লীনা আপাদমস্তক একজন শক্তিমান কবি। তার মন-মনন ও তাবৎ চৌহদ্দির মধ্যেও উজ্জ্বল ও দুর্লভ কবিসত্তা স্পষ্ট। তার তৃতীয় কাব্য ‘বহুদিনের বাক্যরাশি’ সেই নিরিখেই যথার্থ মনোযোগ দাবি করতে পারে।’
গতকাল শুক্রবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সাবিনা পারভীন লীনার সদ্য প্রকাশিত কবিতার বই ‘বহুদিনের বাক্যরাশি’র প্রকাশনা অনুষ্ঠানের মুখ্য আলোচক কবি জ্যোতির্ময় নন্দী উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। খড়িমাটির কর্ণধার কবি মনিরুল মনিরের সঞ্চালনায় আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন কবি আবু মুসা চৌধুরী। সাবিনা পারভীন লীনার কবিতা-সন্ধ্যায় আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী কংকন দাশ ও দীপঙ্কর দস্তিদার। পাঠ-পর্যালোচনা করেন কবি সেলিম আকতার পিয়াল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজীবন সুন্নীয়তের খেদমত করে গেছেন আল্লামা কাদেরী
পরবর্তী নিবন্ধহোম হসপিটালের বছরব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প