বহুতল ভবন নির্মাণে নিয়ম মানা হোক

| সোমবার , ১০ জুলাই, ২০২৩ at ৬:১১ পূর্বাহ্ণ

সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম শহরে বহুতল ভবন নির্মাণ হচ্ছে অহরহ। বহুতল ভবন নির্মাণে সিডিএ কর্তৃক নির্ধারিত নকশা অনুসরণ করছেন না ভবন মালিক নির্মাতারা। এতে করে যেমন নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্য, একইভাবে এসব ভবনের আশেপাশে অবস্থিত অন্যান্য অবকাঠামো ঝুঁকির সম্মুখীন হচ্ছে। অগ্নি দুর্ঘটনাসহ যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে এসব ভবন হয়ে উঠবে এক একটি মরণ ফাঁদ। সিডিএ কর্তৃপক্ষের নীরবতা এমন অবৈধ ও আইন বিরোধী বহুতল ভবন প্রস্তুতকারীদের উৎসাহিত করছে।

একজন নাগরিক হিসেবে এমন গর্হিত কাজের বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা প্রত্যাশা করছি।

মাহবুবুর রশিদ

ঈদগাঁ, কাঁচারাস্তা, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধকবি সাংবাদিক অরুণ দাশগুপ্ত : বহুধা প্রতিভার শুদ্ধ মানুষ
পরবর্তী নিবন্ধসেই ৭০ টাকার স্মৃতি আমাকে এখনো কাঁদায়