বহিষ্কৃত সেই ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র

গরু চুরির মামলা

| মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:০০ পূর্বাহ্ণ

সাভারের ধামরাইয়ে গরু চুরির মামলায় ঢাকা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলী আক্তারসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে গত ৬ ফেব্রুয়ারি অভিযোগপত্রটি জমা দেন তদন্ত কর্মকর্তা, ধামরাই থানার এসআই মো. আশরাফুল ইসলাম, রোববার তথ্যটি জানা যায়। খবর বিডিনিউজের। এই আদালতে পুলিশের প্রসিকিউশন বিভাগের কর্মকর্তা পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, অভিযোগপত্র যাচাইবাছাই করা হচ্ছে, এখনও গ্রহণ করা হয়নি। অভিযোগপত্রের অন্য আসামিরা হলেন মো. হাবুল সরদার, আরিফ হোসেন, রাজু আহম্মেদ, শাহাদাত হোসেন, মো. সাইদুল ইসলাম ও মো. মোর্শেদ আলী। এছাড়া নামঠিকানা না পাওয়ায় পলাতক গরু চোর ও ট্রাক চালককে অভিযোগপত্রে আসামি হিসেবে রাখা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধশিল্পপতি একরামুল হকের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধআলীকদমে ৯০টি বার্মিজ গরু জব্দ