বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ

সারা দেশে আটকা ১০ লাখ টন পণ্য নৌযান ধর্মঘটে কর্ণফুলীর ১৬টি ঘাটেও বন্ধ পণ্য পরিবহন

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৮ ডিসেম্বর, ২০২৪ at ৫:৪৭ পূর্বাহ্ণ

চাঁদপুরে মেঘনা নদীতে জাহাজে সাত খুনের ঘটনায় প্রকৃত কারণ উদঘাটন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে দেশব্যাপী কর্মবিরতি শুরু করেছেন নৌযান শ্রমিকেরা। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এই ধর্মঘটের ডাক দেয়। গত বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হওয়া নৌযানের শ্রমিকদের এই কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে সব ধরনের পণ্য খালাস বন্ধ হয়ে গেছে। কর্ণফুলী নদীর ১৬টি ঘাটসহ দেশের অভ্যন্তরীণ নৌরুটে পণ্য পরিবহন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। শত শত লাইটারেজ জাহাজ অলস বসে আছে। আমদানিকৃত পণ্য লাইটারিং বন্ধ হওয়ায় বহির্নোঙরে অলস বসে আছে ২০টির মতো বিদেশি মাদার ভ্যাসেলও। গত রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকদের দাবি মেনে নেওয়া বা আলোচনার কোনো উদ্যোগ পরিলক্ষিত হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সূত্র বলেছে, এমভি আল বাখেরা জাহাজে মাস্টারসহ ৭ শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণ ও হত্যাকারীদের শনাক্তসহ বেশ কয়েকটি দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে নৌযান শ্রমিকদের কর্মবিরতি চলছে। এতে করে সারা দেশের নদী পথে মালবাহী, তেলগ্যাসবাহী, বালুবাহীসহ সব প্রকার পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। তবে যাত্রীবাহী লঞ্চগুলোকে কর্মবিরতির বাইরে রাখা হয়েছে।

এদিকে লাইটার জাহাজ নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেলের তথ্য অনুযায়ী, নৌযান শ্রমিকদের কর্মবিরতির কারণে দেশের ৪৫টি ঘাটে ৭৩৮টি জাহাজে আটকা পড়েছে প্রায় ১০ লাখ টন পণ্য। এর মধ্যে সবচেয়ে বেশি জাহাজ আটকা পড়েছে যশোরের নোয়াপাড়া ঘাট, নারায়ণগঞ্জের কাঁচপুর ঘাট, মেঘনা ঘাট ও সিরাজগঞ্জের ঘোড়াশাল ঘাটে। কর্ণফুলী নদী এবং ঘাটেও বিপুল সংখ্যক লাইটারেজ জাহাজ পণ্য নিয়ে অলস ভাসছে।

এছাড়া বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে ৩৫টি জাহাজে দেশের বিভিন্ন গন্তব্যে নেয়ার জন্য বোঝাই করা হয়েছিল ৫০ হাজার টনের বেশি পণ্য। জাহাজগুলো আটকে আছে। আবার বন্দরের বহির্নোঙরে ২০টি মাদার ভ্যাসেল থেকে পণ্য খালাস বন্ধ হয়ে গেছে। এসব জাহাজে অন্তত ৫ লাখ টন পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে।

নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতির প্রথম দিনেই কার্যত অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর। যা জাহাজজট সৃষ্টিসহ আমদানি বাণিজ্যে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে বলে শংকা প্রকাশ করা হয়েছে।

সাত খুনের ঘটনার পরপরই প্রশাসনের কাছে চার দফা দাবি জানিয়ে তা বাস্তবায়নে ৭২ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছিল নৌযান ফেডারেশন। এই চার দফা দাবি মেনে না নেয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নেতারা জানিয়েছেন। তারা বলেন, নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য সরকারিভাবে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা, সব নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। যতদিন পর্যন্ত হত্যার বিষয়ে সঠিক বিচার না হবে ততদিন এই কর্মবিরতি চলবে বলেও তারা জানান।

বাংলাদেশ নৌযান ফেডারেশনের যুগ্ম সম্পাদক নবী আলম সাংবাদিকদের জানান, দাবি বাস্তবায়নে প্রশাসনের কোনো উদ্যোগ নেই। এ কারণে লাগাতার কর্মবিরতি চলবে।

পূর্ববর্তী নিবন্ধদুই মাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল আসবে : সারজিস
পরবর্তী নিবন্ধউড়োজাহাজ জব্দের বিষয়ে বিমানকে কোনো তথ্য জানায়নি কাস্টমস