চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কন্টেনারবাহী একটি জাহাজের বেশ ক্ষতি হয়েছে। বন্দর কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে জাহাজ দুটিকে পরস্পর থেকে আলাদা করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। বন্দর ও বহির্নোঙরে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।
চট্টগ্রাম বন্দর সচিব মোহাম্মদ ওমর ফারুক জানান, গতকাল মঙ্গলবার বেলা ১২টা ২০ মিনিটের দিকে অয়েল ট্যাংকার এমটি রিনে এবং কন্টেনারবাহী জাহাজ এমভি ইয়াং ইউই–১১ এর মধ্যে সংঘর্ষ হয়। অয়েল ট্যাংকারটি নোঙর করা অবস্থায় ছিল। কন্টেনারবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষ হলে অয়েল ট্যাংকারটির নোঙরের ক্যাবলের সঙ্গে অপরটির প্রপেলার আটকে যায়। এতে কন্টেনারবাহী জাহাজটির আংশিক ক্ষতি হয়। পরে বন্দরের টাগবোট কান্ডারি ১০, কান্ডারি ৪, বিএলভি লুসাই এবং পাইলট ভেসেল ঘটনাস্থলে প্রেরণ করা হয়। ৪টি টাগবোটের সহায়তায় বিকাল সাড়ে ৪টার দিকে জাহাজ দুটিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এর মধ্যে এমটি রিনে বেলিজের পতাকাবাহী এবং ইয়াং ইউই–১১ পানামার পতাকাবাহী।