বহির্নোঙরে অলস বসে থাকা জাহাজে অগ্নিকাণ্ড

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২০ at ৪:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দীর্ঘ আট বছরেরও বেশি সময় ধরে আটকে থাকা একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে বন্দর সূত্র জানিয়েছে।
চট্টগ্রাম বন্দরের পোর্ট কন্ট্রোল সূত্র জানিয়েছে, আইনি জটিলতায় পড়ে ২০১২ সাল থেকে বহির্নোঙরে আটকে থাকা অলস জাহাজ ‘এমভি গ্যাগসন জোহর’ এ গতকাল সকাল দশটার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। জাহাজটিতে থাকা নাবিকদের রান্নার সময় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে দুইটি কেবিন ক্ষতিগ্রস্ত হয় বলে বন্দর ফায়ার সার্ভিসের উদ্ধৃতি দিয়ে পোর্ট কন্ট্রোল জানায়। চট্টগ্রাম বন্দরের জাহাজ কান্ডারী-১০ ও কান্ডারী -১২ এবং বন্দর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। উল্লেখ্য, ২০১২ সাল থেকে আটক থাকা জাহাজটি ইতোমধ্যে স্ক্র্যাপ জাহাজে পরিণত হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সচিব মোহাম্মদ ওমর ফারুক জাহাজে অগ্নিকান্ডের কথা স্বীকার করে বলেন, এতে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।

পূর্ববর্তী নিবন্ধটিসিবির ডাল তেল মুদির দোকানে, জরিমানা
পরবর্তী নিবন্ধবিলের মাঝে গাছে ঝুলন্ত লাশ