বহিরাগতদের হামলার পর বাকৃবি বন্ধ ঘোষণা

হল ছাড়ার নির্দেশ

| সোমবার , ১ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:০৮ পূর্বাহ্ণ

অবরুদ্ধ ভিসিসহ শিক্ষককর্মকর্তাদের উদ্ধারে বহিরাগতদের হামলার পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে আজ সোমবার সকালের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবদুল আলীম বলেন, “উদ্ভূত পরিস্থিতিতে রাত সাড়ে ৯টায় অনলাইনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্তে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। “সব ছাত্রছাত্রীদের সোমবার সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।” খবর বিডিনিউজের।

ভেটেরিনারি অনুষদ এবং পশু পালন অনুষদের শিক্ষার্থীদের প্রায় এক মাস ধরে ‘কম্বাইন্ড ডিগ্রি’র দাবিতে আন্দোলন চলছে। দুই অনুষদের ডিগ্রিকে একীভূত করে একটি ডিগ্রি দেওয়ার দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। সমপ্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে ভোটাভুটি পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কোনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। গতকাল রোববার অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি সমাধান না হওয়ায় দুপুর ১টার দিকে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ভিসিসহ প্রায় ২০০ শিক্ষককর্মকর্তাকে আটকে রেখে গেইটে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধকান্নায় ভেঙে পড়েন উপ-উপাচার্য কামাল উদ্দিন