বহিরাগতদের কাছে দোকান বরাদ্দের প্রতিবাদে চট্টগ্রামে আড়াই শতাধিক প্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধন করেছে ফইল্যাতলী বাজার ব্যবসায়ীরা। গতকাল রোববার হালিশহর চসিক কিচেন মার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে ভুক্তভোগী ব্যবসায়ী এবং তাদের পরিবারসহ অন্তত পাঁচ শতাধিক নারী–পুরুষ ও শিশু কর্মসূচিতে অংশ নেয়। চুক্তি অনুযায়ী ফইল্যাতলী বাজারের প্রকৃত ব্যবসায়ীদের কাছে দোকান বরাদ্দের দাবি জানানো হয়। এদিকে দিনব্যাপী দোকান বন্ধ রাখায় ফইল্যাতলী বাজার কেন্দ্রীক আশপাশের লক্ষাধিক মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েন।
অনেকে দূরদূরান্ত থেকে বাজার করতে গিয়ে খালি হাতে ফিরে যেতে হয়েছে।এতে বক্তব্য দেন মোহাম্মদ ইউসুপ, মোহাম্মদ নাজিম, সামছু, ইমরান, ফারুক, আজিজ, নুর আলম সওদাগর প্রমুখ।সহ ব্যবসায়বৃন্দ ও তাদের পরিবারবর্গ।
সমাবেশ শেষে কিচেন মার্কেটের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল এলাকা প্রদক্ষিণ শেষে মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।