বহদ্দারহাট হাজী চাঁন্দমিয়া রাস্তার দ্রুত সংস্কার করা হোক

| রবিবার , ৯ মার্চ, ২০২৫ at ১০:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ এলাকা বহদ্দারহাট। বহদ্দারহাট কাঁচা বাজারের পাশে হাজী চাঁন্দমিয়া রাস্তার বেহাল দশা স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে এই রাস্তা সংস্কারের কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে প্রতিদিনের যাতায়াতে সাধারণ মানুষ ও যানবাহনের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃষ্টির সময় রাস্তাটি কর্দমাক্ত হয়ে যায় এবং শুকনো মৌসুমে ধুলোবালিতে ভরে থাকে। দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। শিক্ষার্থী, কর্মজীবী এবং বয়স্ক ব্যক্তিদের জন্য এটি একটি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তদুপরি, জরুরি স্বাস্থ্যসেবা প্রদানে অ্যাম্বুলেন্সগুলোর চলাচলেও ব্যাঘাত ঘটে।

দ্রুত এই রাস্তাটির সংস্কারকাজ শুরু করার উদ্যোগ নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মোহাম্মদ মোরশেদ

শিক্ষার্থী,

চট্টগ্রাম কলেজ।

পূর্ববর্তী নিবন্ধমদনমোহন তর্কালঙ্কার : কবি ও সমাজসংস্কারক
পরবর্তী নিবন্ধমানবতাই বড় ধর্ম