নগরীর বহদ্দারহাট মোড়ের সড়ক দখল করে অবৈধভাবে গড়ে ওঠা টেম্পু স্ট্যান্ড উচ্ছেদ করেছে ট্রাফিক পুলিশ। গতকাল সকালে অভিযান চালিয়ে স্ট্যান্ডটি উচ্ছেদ করা হয় বলে জানান বহদ্দারহাট ট্রাফিক পুলিশের ইনচার্জ ইকবাল হোসেন। তিনি জানান, বহদ্দারহাট পুলিশ ফাঁড়ির সামনে সড়ক দখল করে এই অবৈধ টেম্পু স্ট্যান্ডটি গড়ে উঠে। এই স্ট্যান্ডটির পাশেই ছিল এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার্থীদের চলাচল ও রাস্তা পারাপারে নিয়মিত ঝুঁকি নিতে হতো। দীর্ঘদিন ধরে স্থানীয়রা এটি উচ্ছেদের দাবি জানিয়ে আসছিল। অবশেষে এটি উচ্ছেদ করা হয়েছে।