নগরীর বহদ্দারহাট মোড়সহ আশপাশের এলাকায় চলছে নালার সংস্কার কাজ। ওই এলাকার ফুটপাত এবং রাস্তা জুড়ে সংস্কার কাজের যন্ত্রপাতি ও স্কেভেটর রাখা হয়েছে। যেটুকু রাস্তা অবশিষ্ট ছিল তার বেশিরভাগ দখল করে ব্যবসা করছেন ভাসমান হকার ও ব্যবসায়ীরা। এর পেছনে রয়েছে প্রভাবশালীদের হাত। গুরুত্বপূর্ণ এই মোড়ে রাখা হয়নি পর্যাপ্ত গাড়ি চলাচলের রাস্তা। পথচারীদের হাঁটাচলার জন্য নেই কোনো জায়গা। বাধ্য হয়ে ব্যস্ততম সড়ক দিয়ে চলতে হচ্ছে পথচারী ও স্কুল–কলেজগামী শিক্ষার্থীদের।
বহদ্দারহাট মোড়ের এই দুর্ভোগের চিত্র শুধু আজকের নয়, এটি বছরের পর বছর চলে আসছে। সাম্প্রতিক সময়ে নালা সংস্কারের কাজ শুরু হলে ফুটপাতের হকাররা ফুটপাত ছেড়ে সড়কের সিংহভাগ দখল করায় যানবাহন চলাচল ও পথচারী চলাচলের পথ সংকুচিত হয়ে গেছে। তাই স্থানীয় ব্যবসায়ী, এলাকাবাসী ও যাত্রী সাধারণ ক্ষোভ প্রকাশ করেছেন। সরেজমিনে গতকাল বিকালে বহদ্দারহাট মোড় এলাকায় গিয়ে দেখা যায়, পুরো এলাকাজুড়ে দীর্ঘ যানজটে। অফিস–আদালত, বাসা–বাড়িতে ফেরা মানুষজনের দুর্ভোগ বেড়েছে সীমাহীন। পথচারীদের হাঁটাচলার জায়গা না থাকায় শত শত পথচারী, স্কুল–কলেজের শিক্ষার্থী, ছোট ছোট শিক্ষার্থীরা মা–বাবার হাত ধরে ঝুঁকি নিয়ে গাড়ির সাথে সড়কের এই অংশ পার হচ্ছেন। এছাড়া পুরো এলাকা কাদা–জলে একাকার হয়ে গেছে।
বহদ্দারহাট মোড়ের একটি মার্কেটের ওষুধ ব্যবসায়ী শেখ আবদুল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, বহদ্দারহাট মোড়ে হকার ও ভাসমান ব্যবসায়ীদের দৌরাত্ম্য দীর্ঘদিনের। সাম্প্রতিক সময়ে নালার সংস্কার কাজ শুরু হলে হকার ও ভাসমান ব্যবসায়ীরা ফুটপাত ছেড়ে প্রধান সড়কের অর্ধেকের বেশি দখল করে দোকান বসিয়েছে। আমাদের মার্কেটের ক্রেতারা আসতে পারছেন না। মানুষজন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না।
নালাটি সংস্কার হওয়া জরুরি বলে জানান এলাকার বাসিন্দা সালাহ উদ্দিন আহম্মেদ ও লোকমান হোসেন। তারা বলেন, নালার কাজ হয়ে গেলে এ এলাকার জন্য উপকার হবে। এলাকাবাসী বর্ষায় জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে। কিন্তু এখন রাস্তাজুড়ে বসে আছে ভাসমান হকাররা। রাজনৈতিক ছত্রছায়ায় তারা আগে ফুটপাত ও রাস্তার পাশে ছিল। এখন পটপরিবর্তনের পর অপর গ্রুপের ছত্রছায়ায় তারা রাস্তার অর্ধেকের বেশি দখল করে সকাল থেকে রাত পর্যন্ত ব্যবসা করে।