নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাস টামিনাল থেকে ১টি একনালা বন্দুকসহ বিপ্লব উদ্দিন (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তার বিপ্লব উদ্দীন নোয়াখালী জেলার হাতিয়ার চরবগুলার মৃত আনোয়ার হোসেনের ছেলে।
গত শনিবার দুপুর দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দুপুরে বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে ১টি একনালা বন্দুকসহ বিপ্লব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এই অস্ত্র দিয়ে দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা এবং মাদকদ্রব্য কেনা-বেচা ও বহনে নিরাপত্তা নিশ্চিতে ব্যবহার করত। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।