বহদ্দারহাট ফ্লাইওভারে বাইক দুর্ঘটনায় নারী পোশাক শ্রমিক আহত

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ at ৯:২৬ পূর্বাহ্ণ

নগরের বহদ্দারহাট ফ্লাইওভারের উপরে মোটরসাইকেল দুর্ঘটনায় মাশিনু মারমা (২২) নামে সিইপিজেডের এক গার্মেন্টস কর্মী আহত হয়েছেন। গতকাল রাত সাড়ে ৮টায় বহদ্দারহাট ফ্লাইওভারের উপরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পথচারী ও তার অফিসের সহকর্মীরা তাকে হাসপাতলে নিয়ে যান। তিনি ইয়ংওয়ানের পোশাক কারখানার শ্রমিক।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন বলেন, বহদ্দারহাট ফ্লাইওভারের উপরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত মাশিনু মারমাকে রাত ৯টা ১০ মিনিটে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে ২৮ নং ওয়ার্ডে প্রেরণ করেন। বর্তমানে ২৮ নম্বর ওয়ার্ডের ৩৪ নম্বর বেড়ে চিকিৎসাধীন আছেন।

পুলিশ জানায়, মাশিনু মারমা খাগড়াছড়ি ধর্মঘর এলাকার উগ্য মারমার মেয়ে। মুনা মারমা নামে একজন তাকে হাসপাতালে নিয়ে এসেছেন।

মুনা মারমা জানান, মাশিনু মারমা ইপিজেড থানাধীন ব্যারিস্টার সুলতান আহমদ কলেজস্থ মাসুদ বিল্ডিংয়ে ভাড়া থাকেন।

পূর্ববর্তী নিবন্ধরাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে
পরবর্তী নিবন্ধমাদ্রাসা শিক্ষার্থীদের আইটি শিক্ষায় সুশিক্ষিত হতে হবে