বহদ্দারহাট থেকে ৬ ছিনতাইকারী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৭ জানুয়ারি, ২০২৫ at ৯:৩৩ পূর্বাহ্ণ

নগরের বহদ্দারহাট এলাকা থেকে ছিনতাইয়ের অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। গতকাল সকাল সোয়া ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলেনমো. হাছান (২৫), মো. শোয়াইব প্রকাশ সৌরভ (১৬), মেহেদী হাসান শুভ প্রকাশ বাবু (১৯), ইফতেখার আলী ওয়াবিদ (২১), হানিফুর রহমান ইরফান (১৯) ও মোহাম্মদ জনি (৩৫)। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দীন জানান, গোপন খবরের ভিত্তিতে সকালে বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে ৬ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানের কদলপুর থেকে ৫ গরু চুরি
পরবর্তী নিবন্ধচিকিৎসায় ভারতের বিকল্প হতে পারে চীনের কুনমিং