বহদ্দারহাটে ১৪০ টাকায় মিলেছে এক ডজন ডিম

কয়েকজন তরুণের উদ্যোগ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৮ অক্টোবর, ২০২৪ at ৫:৩৫ পূর্বাহ্ণ

নগরীর বহদ্দারহাট এলাকায় গতকাল প্রতি ডজন ১৪০ টাকা দামে ডিম বিক্রি করেছেন কয়েকজন তরুণ। এমন উদ্যোগে মিলেছে ব্যাপক সাড়া। ক্রেতারা কম দামে ডিম কিনতে পেরে মহাখুশি।

মোহাম্মদ আরিফ নামের এক উদ্যাক্তা জানান, বড় কোম্পানিগুলোর সিন্ডিকেটের কারণে ডিমের দাম বেড়েছে। বাজারে এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। এ অবস্থায় আমরা কয়েকজন তরুণ সরাসরি খামার থেকে ডিম সংগ্রহ করে লাভ ছাড়াই সাধারণ মানুষের কাছে বিক্রি করছি। এ ক্ষেত্রে প্রতি ডজন ডিম বিক্রি করছি ১৪০ টাকায়।

ইমরান আহমেদ নামে এক ক্রেতা জানান, ডিমের মূল্যবৃদ্ধির কারণে অনেক দিন ধরে ডিম কিনতে পারছি না। সরকারের পক্ষ থেকে অভিযান চালানো হলেও দাম কমেনি। অবশেষে কয়েকজন তরুণ কম দামে ডিম বিক্রি করছেন দেখে আমি একসাথে দুই ডজন ডিম কিনেছি।

পূর্ববর্তী নিবন্ধডিম ও চিনি আমদানিতে বড় শুল্ক ছাড়
পরবর্তী নিবন্ধপাহাড়ের অবৈধ বসতি উচ্ছেদে নতুন সিদ্ধান্ত