নগরীর চান্দগাঁওয়ের বিভিন্ন আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৩০ জন নারী–পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকার বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালায় চান্দগাঁও থানা পুলিশ। একপর্যায়ে সেখান থেকে উক্ত ৩০ জন নারী–পুরুষকে গ্রেপ্তার করা হয়। পরে থানায় থানায় নিয়ে যাওয়া হয়। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, গ্রেপ্তার ৩০ জন নারী–পুরুষের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।