বহদ্দারহাটে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়েছে ৩ দোকান

আজাদী প্রতিবেদন | বুধবার , ১ জানুয়ারি, ২০২৫ at ৬:৫৭ পূর্বাহ্ণ

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে নগরের বহাদ্দারহাট হক মার্কেটে তিনটি দোকান পুড়ে গেছে। এতে ৫ লাখ টাকার স্যানিটারি মালামাল পুড়ে গেছে বলে জানায় ফায়ার সার্ভিস। কালুরঘাট ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত ৩টা ৫০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

পূর্ববর্তী নিবন্ধ১৫ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ৯ লাখ ৭৯ হাজার টাকা জরিমানা পরিবেশ অধিদপ্তরের
পরবর্তী নিবন্ধগ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতার ওপর গুরুত্ব