নগরের বহদ্দারহাট সাউথ ফিনলে সিটি (পাইলট কলোনী) এলাকায় গতকাল শনিবার বিকেলে বিএনপি পরিবার চট্টগ্রামের উদ্যোগে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয় এবং এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম।
এ সময় এম এ হালিম বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। দেশের এই দুঃসময়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি পরিবার চট্টগ্রামের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। জুলাইযোদ্ধা মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা শাহ আলম চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চান্দগাঁও থানা যুবদলের সাবেক আহ্বায়ক গোলজার হোসেন, চান্দগাঁও যুবদলের সাবেক সদস্য মো. ইউসূপ, ইঞ্জিনিয়ার মেজবাহউর রহমান, মো. সোহেল, মোহাম্মদ হাসেম প্রমুখ।











