নগরীর চান্দগাঁওয়ের বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকা থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. ইয়াছিন আরাফাত, মো. রাশেদ, মো. হানিফ, নুর মোহাম্মদ, মো. আলী, মো. ওসমান, সাইফুল ইসলাম হাসিব, আজাদ হোসেন বাচ্চু, রুবেল শীল, মো. আবু তাহের, খোরশেদ আলম, মো. নুরুল ইসলাম, কামাল হোসেন, মো. পারভেজ মোশারফ হোসেন, মাহমুদুল হক, মো. ইউনুস, মো. ইলিয়াছ, মো. ইদু (জীবন) ও সাজ্জাদ হোসেন নয়ন। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, চান্দগাঁও থানার অপারেশন ডেভিল হান্ট অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৩ হাজার ১৯৪ টাকাসহ ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৯৪ ধারায় থানায় মামলা দায়ের করা হয়েছে।