চট্টগ্রামের বহদ্দারহাট বাদুরতলা এলাকার আরমান হোটেলের পাশে একটি ভবনের দ্বিতীয় তলায় তামান্না নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ৪ এপ্রিল (শুক্রবার) রাতে রুমের ভেতর গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায় বলে জানায় তার স্বামী নাদিম।
তবে নিহত গৃহবধূর পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহত তামান্নার ভাইয়ের দাবি, স্বামী নাদিম দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিল এবং প্রায়ই তাদের মধ্যে কলহ লেগে থাকত। এসব চাপে পড়ে তামান্না এমন পরিণতির শিকার হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, তামান্না ও নাদিমের দাম্পত্য জীবনে প্রায়ই কলহ দেখা যেত। ঘটনার রাতে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়, যার পরিণতিতে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন স্বামী নাদিম। তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করে ইতোমধ্যেই আত্মসমর্পণ করেছেন পুলিশের কাছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে। তাদের মতে, এটি সরাসরি আত্মহত্যা নয় বরং আত্মহত্যায় প্ররোচণার অভিযোগের সম্ভাবনা রয়েছে। এ ঘটনায় নাদিমকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও অন্যান্য তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় নিহত তামান্নার ভাই বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেছেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান জানান, ঘটনাস্থল থেকে প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে। তাদের মতে, এটি সরাসরি আত্মহত্যা নয় বরং আত্মহত্যায় প্ররোচণার অভিযোগের সম্ভাবনা রয়েছে। এ ঘটনায় নাদিমকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও অন্যান্য তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।