নগরীর বহদ্দারহাটের বাদুরতলা আরাকান হাউজিং সোসাইটি এলাকায় তামান্না নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে রুমের ভেতর গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার বাসিন্দা। এ ঘটনায় গতকাল শনিবার নিহতের মা ছাবেকুন্নাহার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তামান্নার স্বামী মো. নাদিমসহ ৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মামলার পর পুলিশ মো. নাদিমকে গ্রেপ্তার করেছে।
মামলার অন্যান্য আসামিরা হলেন, মো. নাদিমের বাবা রুহুল আমিন, মা হাসনা আমিন, বোন রেশমা ও মো. তৈয়ব নামের অপর একজন।
পাঁচলাইশ থানার ওসি মো. সোলাইমান দৈনিক আজাদীকে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, পারিবারিক কলহের জেরে তামান্না নামের ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। তবে তার মায়ের অভিযোগ, আত্মহত্যায় প্ররোচনা ছিল। তিনি থানায় একটি প্ররোচনার মামলাও দায়ের করেছেন। আমরা সেটি গ্রহণ করে তামান্নার স্বামী নাদিমকে গ্রেপ্তার করেছি। তাকে আগামীকাল (আজকে) আদালতে পাঠানো হবে। আমরা মামলাটি তদন্ত করে প্রকৃতই প্ররোচনা ছিল কিনা তা দেখব। ময়নাতদন্তের রিপোর্ট ও অন্যান্য তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান ওসি।