চট্টগ্রাম শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকা বহদ্দারহাট। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ব্যবসা, শিক্ষা ও নানাবিধ প্রয়োজনে প্রতিদিন এই এলাকায় আসেন। অথচ দুঃখজনক হলেও সত্য, এত গুরুত্বপূর্ণ একটি এলাকায় আজও কোনো উন্মুক্ত পাঠাগার গড়ে ওঠেনি। এর ফলে বহদ্দারহাট এলাকার ছাত্রছাত্রীরা পড়াশোনার জন্য একটি উপযুক্ত পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে। পাঠাগার না থাকায় অনেক শিক্ষার্থীকে বই পড়ার জন্য চকবাজার বা নিউমার্কেটের মতো দূরবর্তী এলাকায় যেতে হয়, যা সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য। এতে করে পড়াশোনায় মনোযোগ কমে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা অপ্রয়োজনীয় আড্ডা ও নানা ধরনের নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। একটি উন্মুক্ত পাঠাগার থাকলে শিক্ষার্থীরা বন্ধুদের সঙ্গে নিয়ে নিজের এলাকার মধ্যেই বই পড়তে পারবে, জ্ঞানচর্চায় যুক্ত হবে এবং সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে উঠবে। এতে করে পড়ালেখার প্রতি আগ্রহ বাড়বে, সমাজ থেকে অপকর্ম কমবে এবং একটি আলোকিত প্রজন্ম তৈরি হবে।
এমতাবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই বহদ্দারহাট এলাকায় একটি উন্মুক্ত পাঠাগার স্থাপন করা এখন সময়ের দাবি। আশা করি বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।
সৈয়দ শাহজাহান সিরাজ
শিক্ষার্থী, স্নাতক ১ম বর্ষ
বহদ্দারহাট, চট্টগ্রাম












