বহদ্দারহাটে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলি, কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৪ at ৪:৫৯ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বহদ্দারহাটে ছাত্রজনতার ওপর গুলিবর্ষণকারী কিশোর গ্যাং নেতা মো. মিজানকে (৩৩) গ্রেপ্তার করেছে র‌্যাব৭। গত সোমবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামি এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১২শ পিস ইয়াবাও উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার সকালে র‌্যাবের গণমাধ্যম শাখা এই তথ্য জানিয়ে বলে, গ্রেপ্তার আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বায়েজিদ বোস্তামি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব৭ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার শরিফউল আলম জানান, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে একাধিক অস্ত্রধারী দফায় দফায় শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি চালায়। ওইদিন গুলিতে দুই শিক্ষার্থীসহ তিনজন প্রাণ হারান। বহদ্দারহাট কাঁচাবাজারের নিকট অবস্থান নিয়ে মিজার ছাত্রজনতার দিকে গুলি ছোঁড়ে মিজান।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত মিজান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার বিপক্ষে অবস্থান নিয়ে অস্ত্র হাতে মহড়া দেয় এবং গুলি চালায়। তার হাতে অস্ত্রসহ মহড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়া মিজান চট্টগ্রাম মহানগরীর কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। কিশোর গ্যাং নেতা হিসেবেও পরিচিতি রয়েছে তার। চট্টগ্রামের বিভিন্ন থানায় তার নামে মাদক, অস্ত্র, অপহরণ, ডাকাতিসহ ৭টি মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম অভিযোগ পুলিশের বিরুদ্ধে
পরবর্তী নিবন্ধস্ত্রীর মৃত্যু, নবজাতক আইসিইউতে