বস্তিবাসী ফ্ল্যাট নয়, নিরাপদ জীবন চায়

তারেকের সমালোচনায় নাহিদ ২০০০ টাকার কার্ড নিতে ১০০০ টাকা ঘুষ লাগবে না তো?

| শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ at ৮:৫৭ পূর্বাহ্ণ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতির সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল বৃহস্পতিবার বিকালে মিরপুর১০ এ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নির্বাচনী সমাবেশে তিনি বলেছেন, বস্তিবাসী ফ্ল্যাট চায় না, তারা চায় নিরাপদ জীবন, যা বস্তিতে থেকেও সম্ভব। অতীতে যারা বস্তিবাসীকে ফ্ল্যাট দিতে চেয়েছেন, তারা নির্বাচনের পর তাদের উচ্ছেদ করতে নেমেছেন। বস্তিবাসী এসব মিথ্যা আশ্বাস এখন বুঝতে পারে। তারা ফ্ল্যাটের আশায় নয়, দেশের স্বার্থে ন্যায়ের পক্ষে ভোট দেবে। খবর বিডিনিউজের।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা১৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতের আমির শফিকুর রহমান। তিনি ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীও। এদিন বিকাল ৫টায় জামায়াত আমিরের বক্তব্য শুরুর আগে কথা বলেন নাহিদ ইসলাম। বক্তব্যের শুরুতেই জামায়াত আমিরকে ১০ দলীয় জোটের প্রধান কাণ্ডারী হিসেবে মন্তব্য করেন তিনি। জামায়াত আমিরকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম সেনানি এবং কারা নির্যাতিত মজলুম নেতা হিসেবেও সম্বোধন করেন নাহিদ। পরে নিজের বক্তব্যের মাঝখানে বিরতি নিয়ে জামায়াতের আমির তার দলীয় প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন এনসিপি প্রধানের হাতে। শফিকুর রহমান বলেন, আমি ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিচ্ছি, এতে কলিও আছে। নাহিদ ইসলাম হাসিমুখে তা হাতে নিয়ে মঞ্চে নিজের আসনে গিয়ে বসেন। এরপর আমির আরো কয়েকজনের হাতে দলীয় প্রতীক তুলে দেন। নাহিদ ইসলাম বলেন, যে ২ থেকে ৩ হাজার টাকার ফ্যামিলি কার্ডের কথা বিএনপি বলছে, তা কারা পাবেন? যাদের প্রয়োজন তারা পাবেন কি, নাকি ২ হাজার টাকার কার্ড পেতে এক হাজার টাকা ঘুষ দিতে হবে? একদিকে তারা কার্ড দেওয়ার কথা বলছেন, আরেক দিকে ঋণখেলাপিদের মনোনয়ন দিচ্ছে। যাদের মনোনয়ন দেওয়া হচ্ছে, তারা তো আবার ক্ষমতায় গিয়ে লুট করবে। জনগণের টাকা মেরে খাবে, এমন ব্যক্তিদেরই নমিনেশন দিয়েছে দলটি।

এনসিপি আহ্বায়ক বলেন, নির্বাচন সুষ্ঠু হতে হবে। অন্য কোনও প্ল্যান কাজে আসবে না। নির্বাচন কমিশনকে স্বচ্ছ থাকতে হবে। তিনি দাবি করেন, কোনো দলকে বিশেষ সুবিধা দেওয়া যাবে না। আমরা নির্বাচন কমিশনকে স্বরণ করিয়ে দিতে চাই, আমরা মাঠে আছি। কোনো অন্যায় সহ্য করা হবে না।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে পুকুর-দিঘি রক্ষা ও খেলার মাঠ উন্নয়নে মেয়রের উদ্যোগ
পরবর্তী নিবন্ধবিএনপির ৫৯ শতাংশ প্রার্থীই ঋণগ্রস্ত : টিআইবি