বস্তাবন্দি করার সময় পালাল মেছোবাঘ

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:৪৩ পূর্বাহ্ণ

হাটহাজারীতে খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে ফাঁদে আটকা পড়ে একটি মেছোবাঘ। গত রোববার উপজেলার গুমাণমর্দ্দন ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ওয়ার্ডের হোসেন কাজীর বাড়ির আবদুল হালিমের মুরগির খামারে বাঘটি আটক করা হয়েছে। পরে বাঘটি বস্তাবন্দি করতে গিয়ে বাঘটি পালিয়েছে।

ফার্মের মালিক হালিম জানান, তার ফার্মে কিছুদিন ধরে মুরগি কমে যাচ্ছিলো। তিনি ধারণা করেছিলেন হয়তো বিড়াল বা শেয়াল গভীর রাতে ফার্মে ঢুকে মুরগি খেয়ে ফেলছে। পরে তিনি একটি খাঁচা তৈরি করে গত শনিবার রাতে ফাঁদ পাতেন। পরে রোববার সকালে ফার্মে গিয়ে দেখেন খাঁচায় বড় আকারের একটি মেছোবাঘ আটকে আছে। স্থানীয়ারা জানান, যারা বাঘটি বস্তা ভর্তি করে নিতে যান, তারা অভিজ্ঞ না। যদি অভিজ্ঞ হতেন তবে সেটি তাদের ফাঁকি দিয়ে পালিয়ে যেতে পারত না। আর তারা যে নেট নিয়ে আসছিলেন সেটিও ছিলো দুর্বল। যার কারণে বাঘটি সহজেই পালিয়ে যেতে সক্ষম হয়। বর্তমানে এলাকার মানুষ আতংকে আছেন বলেও জানান তারা। গুমাণমর্দ্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান জানান, আমিও মেছোবাঘ আটকের খবরটি শুনেছিলাম। উপজেলা রেঞ্জ কর্মকর্তা সাইফুল বলেন, আমরা খবর পাওয়া মাত্র খবরটি ওয়াল্ডলাইফ ডিভিশনকে ইনফর্ম করি। কিন্তু ওনারা কেউ যাননি, যখন আবার খবর পেলাম প্রায় সন্ধ্যার দিকেও তারা যাননি। পরে লোকাল রেসকিউ টিমকে সাথে নিয়ে আমাদের কিছু লোকজন গিয়ে মেছোবাঘটি রেসকিউ করার সময় নেট ছিড়ে স্থানীয় জঙ্গলে চেেল গেছে। বন্যপ্রাণী হতাহত বা আঘাত ছাড়া অবমুক্ত হয়েছে এটাই শুকরিয়া বলেও জানান তিনি। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান জানান, মেছোবাঘটিকে রেসকিউ করার সময় নেট ছিড়ে স্থানীয় জঙ্গলের দিকে পালিয়ে গেছে বলে শুনেছি।

পূর্ববর্তী নিবন্ধপ্লাস্টিক-পলিথিনের ব্যবহার বন্ধে কার্যকর উদ্যোগ চাই
পরবর্তী নিবন্ধকক্সবাজারে বেপরোয়া বাইকের ধাক্কায় বৃদ্ধ নিহত