বসেছিলেন রেললাইনে, ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

সন্তানেরা জানালেন মানসিকভাবে অসুস্থ

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৮ আগস্ট, ২০২৫ at ৮:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া পর্যটক এক্সপ্রেসের নিচে পড়ে গোলামুর রহমান (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে কালুরঘাট সেতুর আগে মৌলভীবাজার বালুর মহাল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জানআলী স্টেশনের মাস্টার নাজিম উদ্দিন। এদিকে গোলামুর রহমানের দুই ছেলে ঘটনাস্থলে গিয়ে স্টেশন মাস্টার ও রেলওয়ে পুলিশকে জানিয়েছেন, তার পিতা কয়েক বছর ধরে মানসিকভাবে অসুস্থ।

ষোলশহর রেল স্টেশনের রেলওয়ে পুলিশের এসআই আবুল কাসেম আজাদীকে জানান, দুপুরের দিকে গোলামুর রহমান নামে এক বৃদ্ধ কালুরঘাট সেতুর আগে বালুর মহাল এলাকায় রেললাইনে বসেছিলেন। এ সময় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস যাওয়ার সময় তাকে জোরে ধাক্কা দিলে তিনি দূরে ছিটকে পড়েন। কয়েক জায়গায় আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান। তিনি নোয়াখালী জেলার সুধারামপুর থানার নাসির উদ্দীনের ছেলে। বর্তমানে থাকেন চান্দগাঁও থানাধীন মোহরা জানে আলম কলোনিতে। তার দুই ছেলে জানিয়েছেন ৭/৮ বছর আগে তাদের মা মারা যাওয়ার পর থেকে তার বাবা মানসিকভাবে অসুস্থ হয়ে যেমন খুশি তেমন চলেন।

এ ব্যাপারে ষোলশহর রেল স্টেশনের রেলওয়ে পুলিশের এসআই আবুল কাসেম বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

পূর্ববর্তী নিবন্ধঅসমাপ্ত আত্মজীবনী লিখে ফ্ল্যাট-টাকা : দুদকের নজরদারিতে ১২৩ জন
পরবর্তী নিবন্ধচকরিয়ায় চিংড়িঘের দখল নিয়ে দুই পক্ষে গোলাগুলি, নিহত ১