বসুন্ধরা সিটিতে এপেক্স উন্মুক্ত করলো ফুটওয়্যার স্টোর

| শুক্রবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:০১ পূর্বাহ্ণ

ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলে লেভেল ৬এর ব্লক বিতে উদ্বোধন হলো এপেক্সের সুবিশাল শপ, যেটি ফুটওয়্যারের জন্য এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় শোরুম যার আয়তন ২২,৫০০ বর্গফুট। সাড়ে ৩ হাজারেরও বেশি জুতার কালেকশন নিয়ে, সেজে উঠেছে এই শোরুম। যার মধ্যে নিজস্ব ব্র্যান্ড Apex, Nino Rossi, Moochie, Dr. Mauch, Venturini, SPRINT, Macerick, Twinkler, Jatarea, School Smartএর পাশাপাশি আছে Nike, Asies, Hey Dude, Cross, Policeএর মতো সুপরিচিত আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোরও দারুণ সব জুতা। একসাথে এক জায়গায় শিশু থেকে বয়স্ক, নারীপুরুষ সবার জন্য বিচিত্র ডিজাইনের জুতার আকর্ষণীয় সমাহার।

চামড়াশিল্পে উৎকর্ষ সাধনের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করে গত ৩ দশকেরও বেশি সময় ধরে ফুটওয়্যার তৈরি, বিপণন ও বিক্রি করে আসছে দেশের ১ নম্বর রিটেইল ফুটওয়্যার ব্র্যান্ড এপেক্স। এই দীর্ঘ যাত্রায় পর্যায়ক্রমে জুতার সাথে এমনকি যোগ হয়েছে রুচিশীল ও নান্দনিক বিভিন্ন আনুষঙ্গিক ফ্যাশন পণ্যের ধারাবাহিকতা। আগের ২৬০টিরও বেশি রিটেইল আউটলেটের সাথে এপেক্স এবার যোগ করলো নতুন এই বৃহত্তম শোরুমের গর্বিত যাত্রা। শোরুম উন্মোচনের সময় উপস্থিত ছিলেন ফিরোজ মোহাম্মদচীফ অপারেটিং অফিসার (সিওও); মোঃ মাইন উদ্দিনফিন্যান্সিয়াল কন্ট্রোলার, ফাইনান্স এন্ড একাউন্ট; সালমান আব্বাস খানজেনারেল ম্যানেজারপ্রোডাক্ট ম্যানেজমেন্ট, কাজী সোহেল আহমদজেনারেল ম্যানেজারসাপ্লাই চেইন; আরবাবুর রহমানডেপুটি জেনারেল ম্যানেজার, রিটেইল বিজনেস; মোঃ রায়হান কবিরম্যানেজার, মার্কেটিং সহ অন্যান্য কর্মকর্তারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব সুন্নী আন্দোলনের সালাতু সালাম মাহফিল
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে আগুনে পুড়ল নুরানী মাদ্রাসা