বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এমডিসহ ৪ জনের বিরুদ্ধে পরোয়ানা

চেক প্রত্যাখ্যাত

| মঙ্গলবার , ১৯ আগস্ট, ২০২৫ at ৯:৫৪ পূর্বাহ্ণ

এক সাংবাদিকের করা ‘চেক প্রত্যাখ্যাত’ হওয়ার মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ চার জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সমন জারির পরও আসামিরা আদালতে হাজির না হওয়ায় ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমান রোববার পরোয়ানা জারির এ আদেশ দেন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও এমডির পাশাপাশি বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক নঈম নিজাম এবং ওই গ্রুপের পত্রিকা দৈনিক কালের কণ্ঠের সাবেক সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে। খবর বিডিনিউজের।

দৈনিক কালের কণ্ঠের সাবেক সাংবাদিক (বর্তমানে সকাল সন্ধ্যা ডটকমের প্রতিবেদক) রাহেনুর ইসলাম গত ২৬ মে এ মামলা দায়ের করলে আদালত আসামিদের হাজির হতে সমন জারি করে। কিন্তু আসামিরা আদালতে হাজির না হওয়ায় রোববার তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে বাদীপক্ষ। বাদীপক্ষের আইনজীবী আমজাদ হোসেন মজুমদার বলেন, আদালত আবেদন মঞ্জুর করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

পূর্ববর্তী নিবন্ধনির্দোষ মানুষ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয় : স্বরাষ্ট্র উপদেষ্টা
পরবর্তী নিবন্ধপিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে: স্বাস্থ্য উপদেষ্টা