ঢাকার বসুন্ধরা এলাকায় ষড়যন্ত্রমূলক বৈঠকের অভিযোগে গ্রেপ্তার নিষিদ্ধ আওয়ামী লীগের ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফ হাসান অনু আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। গতকাল শনিবার মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম দিলরুবা আফরোজ তিথি নিষিদ্ধ ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার এই সাবেক সভাপতির জবানবন্দি নথিবদ্ধ করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই জাকির হোসেন। খবর বিডিনিউজের।
দুই দিনের রিমান্ড শেষে এদিন অনুকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশ–ডিএমপির গোয়েন্দা শাখা–ডিবির গুলশান বিভাগের ইন্সপেক্টর জেহাদ হোসেন। আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ার কথা জানিয়ে তা নথিবদ্ধ করার জন্য আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
সে আবেদনে বলা হয়, শরিফ হাসান অনুকে দুইদিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে ‘অপারেশন ঢাকা ব্লকড’ এর পরিকল্পনায় জড়িত থাকার বিষয়টি জানা গেছে। এ পরিকল্পনার অংশ হিসেবে উত্তরার প্রিয়াংকা রানওয়ে সিটি, মিরপুর ডিওএইচএস, বসুন্ধরা কে বি কনভেনশন হল, রূপগঞ্জ থানাধীন সি–সেল রিসোর্টে দেশের বিভিন্ন এলাকার নেতাকর্মীরা গোপনে উপস্থিত হয়ে কর্মশালায় অংশ নেন বলে স্বীকার করেছেন এই আওয়ামী লীগ। মামলার বিবরণীতে বলা হয়েছে, গেল ৮ জুলাই বসুন্ধরাসংলগ্ন কে বি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ একটি গোপন বৈঠকের আয়োজন করে। সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত ওই বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে ৩০০–৪০০ জন অংশ নেন। তারা সেখানে সরকারবিরোধী স্লোগান দেন।
মামলায় বলা হয়েছে, বৈঠকে পরিকল্পনা করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে ঢাকায় সমবেত হবেন। তারা ঢাকার শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করবেন।












