আজ ফাল্গুনের ১ তারিখ। বসন্তের প্রথম দিন। ভ্যালেন্টাইন্স ডে মানে ভালোবাসা দিবসও আজ। বসন্তকে স্বাগত জানাতে আর প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশে মানুষ ঘুরে বেড়াচ্ছে হলুদ আর রঙিন পোশাকে। ফুলের দোকানগুলোতেও চোখে পড়ছে ভিড়। চারিদিকে আনন্দের উচ্ছ্বাস। কেউ প্রিয়জনকে নিয়ে পছন্দের খাবার খেতে ব্যস্ত কিংবা কেউ কারো মাথায় গুজে দিচ্ছে ফুল। এমনই উচ্ছ্বাসের অনুপম বড়ুয়ার তোলা ছবিটি দেখে বুঝাই যাচ্ছে বসন্ত এসে গেছে…