শীতের আমেজ রেখেই এসে হাজির হয়েছে ঋতুরাজ বসন্ত। কুয়াশার মোড়ক খোলা পলাশের ঝাড়ে কোকিলের কুহুতান। প্রকৃতি প্রস্তুতি নিচ্ছে নতুন সাজের। ঋতুরাজ বসন্তকে বরণ করার উৎসব চারদিকে। তারই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার বায়েজিদ মডেল স্কুলে আয়োজন করা হয় বসন্ত বরণ উৎসব। বিদ্যালয়ের নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে সাংস্কৃতিক অনুষ্ঠানে। স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধনী ঘোষণা করেন বিশিষ্ট বাচিক শিল্পী আয়েশা হক শিমু। উপস্থিত ছিলেন অনন্য ধারার সম্পাদক রুনা তাসনিম, প্রধান শিক্ষক ফাতেমা জান্নাত, সিনিয়র সহকারী শিক্ষক মুন্নী বড়ুয়া, সহকারী শিক্ষক মোহাম্মদ আল ইশাদ চৌধুরী, নন্দিতা ধর, রোমানা আকতার, তাহমিনা ইয়াসমিন, তানিয়া আফরোজ, রাজিয়া সুলতানা, ফওজিয়া আকতার বকুল, রস্মি বড়ুয়া, সানজিদা সোমা, নওশীন দুররানী, জান্নাতুল বাকী শান্তা, জান্নাতুল আকতার, শম্পা দে, তাইফা ইয়াসমিন, তানভীর তাবাসসুম তারিন, শাওরীন সুলতানা, মোহাম্মদ মানজুরুল হক। প্রেস বিজ্ঞপ্তি।