বসন্তের কোকিল থেকে সাবধান থাকতে হবে

সাতকানিয়ায় এমপি নজরুল

সাতকানিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ এপ্রিল, ২০২২ at ১১:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, বসন্তের কোকিল থেকে সাবধান থাকতে হবে। সম্প্রতি এলাকায় অতিথি পাখির আনাগোনা বেড়েছে। দুঃসময়ে তাদের দেখা মিলে না। সুসময়ে এসে মানুষের পাশে দাঁড়ানোর নামে প্রতারণা করে সুবিধা আদায়ে ব্যস্ত হয়ে পড়ে। সংকটে তাদের খুঁজে পাওয়া যায় না। এসব অতিথি পাখিদের বিষয়ে এখন থেকে সবাইকে সজাগ থাকতে হবে। দলের সকল স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

গতকাল মঙ্গলবার বিকালে খাগরিয়া, কেঁওচিয়া, ধর্মপুর বাজালিয়া, পুরানগড় ও কালিয়াইশ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের সম্মানার্থে গ্রীণ টার্চ কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচানা সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ সাঈদ, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের।

মো. ইউনুচের সভাপতিত্বে ও রিপন কান্তি দাশ সুজনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জসীম উদ্দিন, মো. ওচমান আলী, মো. আখতার হোসেন, মো. নাছির উদ্দিন টিপু, আ ফ ম মাহাবুবুল হক সিকদার, হাফেজ আহমদ, তাপস কান্তি দত্ত, আ স ম ইদ্রিচ, আবদুল হাকিম, প্রবীণ আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, আমিনুল হক, মো. মহিউদ্দিন, মোস্তাফিজুর রহমান, রাশেদ আজগর চৌধুরী সুজা, আতাউল হক, আবুল কালাম আজাদ ডালু, মো. আলী, এরফানুর রহমান সুমন, আবু ছালেহ শান, ইয়াছিন চৌধুরী জনি, নির্ঝর বড়ুয়া জয়, আবুল কালাম আজাদ, আমিনুল ইসলাম আমিন।

পূর্ববর্তী নিবন্ধসিভিল সার্জন কার্যালয়ে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধশ্বশুরবাড়ির ঈদ উপহার না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ