আমি চাই বসন্ত আসুক
কুহেলিকা‘র মেঘবাষ্প ভেদ করে
নতুন সূর্যের আলোকচ্ছটা বিচ্ছুরিত করে
বসন্ত আসুক….
পত্রপল্লবের জেগে উঠা কচিপাতার মতো
মনের কোণে জমে থাকা ধুলো
ধুয়ে মুছে আবারও দেখা দিক
নতুন বসন্ত…
বাসন্তী, আর লালচে আবীর কেবল নয়
সপ্তরঙে রাঙিয়ে, চারিদিকে ছড়িয়ে
নতুন রং এর নববসন্ত আসুক
তবুও, বসন্ত আসুক
কতশত বছরের ধুলোয় আস্তীর্ণ
গঁদ বাধা আলোহীন নিসর্গ প্রাণে
চেতনার আলোয় অন্তর্চক্ষু ভেদ করে
বসন্ত আসুক…
কোকিলের মিষ্টতায় সুরের লহরী
প্রবাহিত হোক স্বরতন্ত্রীয় প্রাণে
ফুলের সৌরভে সুরভিত হোক
বসন্ত বসন্ত বসন্ত নামে…..