এ-বসন্তে আকাশরঙা শাড়ি দিও
আঁচলে বেঁধে দিও দুর্বার প্রেম
পঞ্চশস্যসহ কোমল হলুদ
মোড়কে যত্নে লিখো প্রাপক অমুক।
পিয়নকে বলে রেখো, রোদ যেন আনে
ছলকি-ছলকি যাবে উচ্ছ্বাস অধরে
লজ্জার মাথা খেয়ে আনিয়ে রেখেছি
আকুল কামনারঙা অন্তর্বাস।
রকমারি পাতাপাতা টিপ যদি পাও
বাসন্তি কাঁচের চুড়ি, ফুলও খুব প্রিয়
দিলে দিও উচান্তি, দিতে যদি চাও
সাধ করে গড়ে নিবো ফুলের মুকুট।
গভীর নিঃশ্বাস দিও ঘাড়ে অবিরাম
লো-ফ্রেম চুল তাই তুমুল সুযোগ
কোমল কোমরে পাবে রুপোর কাঁচুলি
দিলে দিতে পারো তাতে ঝুমকোর মিল।
লো-কাট জামা, পিঠে ঠোঁট যেন রাখো
উদোম বাহুতে দিও সেই সুখবর
সামনের বৈশাখে আর কিছু নয়
তুমি-আমি, নীলটিনে দোচালার ঘর!
উচান্তি- একপ্রকার বুনোফুল