সুন্দর সমাজ প্রত্যাশায় সাপ্তাহিক চাটগাঁর বসন্তকালীন সাহিত্য আসর সম্প্রতি চট্টগ্রাম একাডেমির ফয়েজ–নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রোকন উদ্দীন আহমদ। শবনম ফেরদৌসীর সঞ্চালনায় আসর উদ্বোধন করেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফ। অতিথি ছিলেন ন্যাপ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিটুল দাশগুপ্ত, খেলাঘর কেন্দ্রীয় সদস্য কবি আশীষ সেন, অ্যাড.সবুজ তালুকদার, বশির আল মামুন। বক্তব্য রাখেন মোরশেদুল আলম, আবদুস সবুর, আনন্দবোধি ভিক্ষু, নিলয় দে। আবৃত্তি করেন কবি আশীষ সেন, বিজন মজুমদার, আ.ফ.ম. মোদাচ্ছের আলী, গোফরান উদ্দিন টিটু, তালুকদার হালিম, মিজানুর রহমান শামীম, তুতুল বাহার, লিটন কুমার চৌধুরী, মোহাম্মদ হোসাইন ইব্রাহিম, জসিম হায়দার, বিভা ইন্দু, নাফিক আবদুল্লাহ, পুষ্পিতা সেন এবং নাফিক ইমরুল জামি।
উদ্বোধনী বক্তব্যে কবি রাশেদ রউফ বলেছেন, মানবিক সমাজ নির্মাণে সাহিত্য চর্চা সহায়ক। বেশি বেশি সাহিত্য পাঠে মানবিক মানুষ এবং নতুন লেখক গড়ে উঠবে। এতে সমাজ উপকৃত হবে। প্রেস বিজ্ঞপ্তি।