বসতবাড়িতে ফলের উৎপাদন বৃদ্ধি কর্মসূচির উদ্বোধন

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ৪ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:৫৩ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে বসতবাড়িতে ফল বাগানে ফলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা চত্বরে ফল বাগানের রোগ বালাই দমন বিষয়ক ফ্রি প্রেসক্রিপশন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন। উপজেলা কৃষি অফিসার মো. হাবিবুল্লাহর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মো. গোলাম মোস্তফা ও সহকারী কৃষি সমপ্রসারণ কর্মকর্তা রতন কান্তি দত্ত। উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শাহ আলম, মো. নাজিম উদ্দিন প্রমুখ।
কৃষি অফিসার মো. হাবিবুল্লাহ বলেন, বসত বাড়িতে ফলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি অফিস থেকে স্প্রে মেশিন, ফুটপাম্প ব্যবহার দ্বারা সহযোগিতা করা এবং ফ্রি প্রেসক্রিপশন প্রদান অব্যাহত থাকবে। এরই ধারাবাহিকতায় পৌরসভাসহ প্রত্যেকটি ইউনিয়নে দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। ফলের উৎপাদন বৃদ্ধিতে বসতবাড়িতে ফল গাছে স্প্রে মেশিন দ্বারা ফুটপাম্প ব্যবহারসহ সবাইকে উদ্বুদ্ধ করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন বলেন, সামনে আমের মৌসুম। তাই আমের মুকুলে রোগবালাই রোদে গাছে আগাম স্প্রে করা হচ্ছে। যাতে করে আমের মুকুল নষ্ট হয়ে না যায়। এটি একটি সুন্দর উদ্যোগ। এ কার্যক্রম চলমান থাকলে অবশ্যই ফলের উৎপাদন বৃদ্ধি হবে।

পূর্ববর্তী নিবন্ধফকির মোহাম্মদ সওদাগর
পরবর্তী নিবন্ধশঙ্খের ভাঙনে মসজিদ, রক্ষার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের