বসতঘরের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

আজাদী অনলাইন | মঙ্গলবার , ৭ নভেম্বর, ২০২৩ at ১১:১৫ অপরাহ্ণ

লোহাগাড়ায় লোকজনের অনুপস্থিতিতে বসতঘরের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল।

৭ নভেম্বর (মঙ্গলবার) উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড মোহসেন চৌধুরী পাড়ার মৃত খলিলুর রহমানের পুত্র মোস্তাক আহমদের বাড়িতে এই দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী মোস্তাক আহমদ জানান, দুপুর আনুমানিক ১২টায় বাড়ি তালাবদ্ধ করে সোনাকানিয়া কালামিয়া বাপের পাড়ায় স্ব-পরিবারে মেয়ের শ্বশুর বাড়িতে বেডাতে গিয়েছিলেন তাঁরা। বিকেলে বাড়িতে পৌঁছে দেখতে পান দরজার তালা ভাঙা। আলমিরার তালা ভেঙে ফেলে সকল জিনিসপত্র এলোমেলো করে বাড়িতে রক্ষিত ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া দৈনিক আজাদীকে জানান, বাড়ি তালাবদ্ধ করে মেয়ের শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে সেখান থেকে বাড়িতে ফিরে বসতঘরের দরজা ও আলমারির তালা ভাঙা দেখতে পান, খোঁজ নিয়ে নিশ্চিত হন যে, বসতঘরে তাদের রেখে যাওয়া ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল।

এসময় তিনি আরও বলেন উপজেলায় ঘটা প্রায় সব চুরির ঘটনাই একইভাবে হচ্ছে, যেসব বাড়ির মানুষজন বাড়ি তালাবদ্ধ করে কোথাও কাজে যাচ্ছে অথবা বেড়াতে যাচ্ছে এমন বাড়িঘরের খোঁজ নিয়ে হানা দিচ্ছে চোরের দল।

পুলিশের পক্ষ থেকে বার বার তাগাদা দেওয়া হচ্ছে এভাবে বাড়িঘর খালি ফেলে যাতে কেউ কোথাও না যায়, এমন ঘটনা এড়ানোর জন্য সবাই সচেতন হওয়া ছাড়া অন্য কোন উপায় দেখছিনা।

লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম দৈনিক আজাদীকে বলেন, খবর পেয়ে এসআই জালাল সহ পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে এখনও পর্যন্ত ভুক্তভোগী পরিবারের কেউ থানায় কোন ধরনের লিখিত অভিযোগ করেননি, অভিযোগ পেলে তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী সদর সাব রেজিস্ট্রার বরখাস্ত
পরবর্তী নিবন্ধজুতা পরিধান না করায় হাটহাজারীর শিক্ষার্থীকে পেটাল অধ্যক্ষ