ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপের ম্যাচে বল বিকৃত করায় শাস্তি পেয়েছেন ভিরাসামি পেরমল ও কেভলন অ্যান্ডারসন। গায়ানা হার্পি ইগলসের এই দুই ক্রিকেটারকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো রেড ফোর্সের বিপক্ষে গত বুধবার শুরু হওয়া ম্যাচে ঘটে এই কাণ্ড। চার দিনের ম্যাচের প্রথম দিনই বল বিকৃত করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) আচরণবিধির লেভেল–২ ধারা ভাঙেন পেরমল। যে অপরাধে বাঁহাতি এই স্পিনারকে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়। একই কাজ ম্যাচের তৃতীয় দিন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর দ্বিতীয় ইনিংসের সময় করেন অ্যান্ডারসন। টপ অর্ডার এই ব্যাটসম্যানকে করা হয় ম্যাচ ফির ৯০ শতাংশ জরিমানা। সিডব্লিউআই বিবৃতিতে জানিয়েছে, দুজনই ভুল স্বীকার করে ম্যাচ রেফারি মাইকেল রাঘুনাথের দেওয়া শাস্তি মেনে নেন। ক্যারিবিয়ান বোর্ড আরও জানায়, উভয় ঘটনায়ই বল পরিবর্তন করা হয় এবং ব্যাটিং দলকে বল নির্বাচন করার সুযোগ দেওয়া হয়।