কর্ণফুলী নদী থেকে বল তুলতে গিয়ে মো. মিনহাজ (১৯) নামের এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে বোয়ালখালী পূর্ব কালুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তল্লাশি চালালেও রাত সাড়ে নয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ মিনহাজ বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী ৩ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়ার মো. মাহমুদুল হকের ছেলে। সে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, কর্ণফুলী নদীর পূর্ব পাড়ে কালুরঘাট সেতুর নিচে ফেরি ঘাটে বন্ধুদের সাথে ফুটবল খেলছিল মিনহাজ। এর এক পর্যায়ে বলটি নদীতে পড়লে তা তুলে আনতে যায় মিনহাজসহ তার সঙ্গীরা। এসময় অন্যান্যরা বল নিয়ে উঠে আসলেও স্রোতের তোড়ে তলিয়ে যায় মিনহাজ।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সাইদুর রহমান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। আমাদের ডুবুরি দল উদ্ধার কার্যক্রম শুরু করলেও এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।