বল এখন ইসরায়েলের উঠানে : হামাস

| বৃহস্পতিবার , ১৩ জুন, ২০২৪ at ৮:৫৪ পূর্বাহ্ণ

হামাস গতকাল বলেছে, গাজায় যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় ‘ইতিবাচক’ সাড়া দিয়ে তারা একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে বিস্তৃত সম্ভাবনা তৈরি করেছে। কিন্তু ফিলিস্তিনি এই স্বাধীনতাকামী গোষ্ঠীটি বা ইসরায়েল একটি চুক্তি করতে প্রকাশ্যে প্রতিশ্রুতিবদ্ধ না হওয়ায় অনিশ্চয়তা রয়েই গেছে। খবর বিডিনিউজের।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ৩১ মে গাজা যুদ্ধবিরতির বিষয়ে যে রূপরেখা প্রস্তাব করেছেন মঙ্গলবার তাতে আনুষ্ঠানিক সম্মতি দিয়েছে হামাস। কিন্তু ইসরায়েল বলছে, হামাসের এই সম্মতি প্রত্যাখ্যানের সমতুল্য, যখন হামাসের একজন কর্মকর্তা বলেছেন যে তারা কেবল তাদের দীর্ঘদিনের দাবিগুলো পুনর্ব্যক্ত করেছেন, প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনায় তা পূরণ হয়নি। মিশর ও কাতার জানিয়েছে, তারা হামাসের আনুষ্ঠানিক সম্মতিপত্র গ্রহণ করেছে, কিন্তু তাতে কী আছে তা প্রকাশ করেনি। গতকাল হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জত আলরিশক এক বিবৃতিতে বলেছেন, যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে তাদের জবাব দায়িত্বপূর্ণ, ঐকান্তিক ও ইতিবাচক এবং তা একটি চুক্তির বিষয়ে একটি প্রশস্ত পথ খুলে দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন হামাস কমকর্তা মঙ্গলবার রয়টার্সকে বলেছেন, একটি যুদ্ধবিরতি অবশ্যই গাজায় শত্রুতার স্থায়ী অবসান, ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার, গাজার পুনর্গঠন এবং ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি নিশ্চিত করবে। সম্মতিপত্রে নিজেদের এ অবস্থানই পুনর্ব্যক্ত করেছেন তারা। আমাদের আগের অবস্থানই পুনর্ব্যক্ত করেছি আমরা। আমার বিশ্বাস সেখানে বড় কোনো ফাঁক নেই। বল এখন ইসরায়েলের উঠানে।

যুক্তরাষ্ট্র বলেছে, ইসরায়েল তাদের প্রস্তাব গ্রহণ করেছে। কিন্তু ইসরায়েল প্রকাশ্যে একথা জানায়নি। ইসরায়েল গাজার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে হামলা অব্যাহত রেখেছে। আট মাস ধরে চলা গাজা যুদ্ধের সবচেয়ে প্রাণঘাতী কয়েকটি দিনও এর মধ্যে ছিল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবারবলে যাচ্ছেন, হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত গাজায় সামরিক অভিযান বন্ধ করার কোনো প্রতিশ্রুতি দেবে না ইসরায়েল।

বাইডেনের যুদ্ধবিরতি প্রস্তাবের রূপরেখা নিয়ে সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তুলেছিল যুক্তরাষ্ট্র। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের ১৪ সদস্যের ভোটে প্রস্তাবটি অনুমোদিত হয়। এরপর মঙ্গলবার জাতিসংঘসমর্থিত প্রস্তাব মেনে নেওয়ার কথা জানায় হামাস।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মঙ্গলবার তেল আবিবে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ব্লিঙ্কেন হামাসের মন্তব্যকে আশাব্যঞ্জক ইঙ্গিত বলে বর্ণনা করে তাদের জবাবের অপেক্ষায় আছেন বলে জানিয়েছিলেন।

পূর্ববর্তী নিবন্ধইউরোপে ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়াচ্ছে টাইগার মশা
পরবর্তী নিবন্ধকুয়েতে শ্রমিক ভবনে আগুন, নিহত ৪৯