বলুয়ার দীঘি পুনরুদ্ধারে সবাইকে এগিয়ে আসতে হবে

জলাশয় বাঁচাও আন্দোলনের সমাবেশে বক্তারা

| বৃহস্পতিবার , ১৩ এপ্রিল, ২০২৩ at ১০:২৭ পূর্বাহ্ণ

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রামের জলাশয় রক্ষার আন্দোলন প্রথম শুরু হবে বলুয়ার দীঘি থেকেই এবং সেটি আজকে থেকেই। আজ এসি ল্যান্ড গিয়ে সরেজমিনে সব দেখবেন। ঈদের পর শুরু হবে দূষণ মুক্ত করার জন্য পরিস্কার করার অভিযান এবং সেটি এলাকার সবাইকে সাথে নিয়ে। বলুয়ার দীঘি উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা হবে। সৌন্দর্য বর্ধন করে ওয়াকওয়ে নির্মাণ করে দেয়া হবে যাতে এলাকার মানুষ সুস্বাস্থ্যের চর্চা করতে পারে। গতকাল বুধবার জলাশয় বাঁচাও আন্দোলনের স্মারক লিপি গ্রহণ করতে গিয়ে তিনি একথা বলেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও সচিব জলাশয় বাঁচাও আন্দোলনের উদ্যোক্তা অধ্যাপক আবদুল আলীমের সভাপতিত্বে বলুয়ার দীঘি প্রাঙ্গণে সমাবেশে বক্তব্য দেন, মোস্তফা আমান উল্লাহ, কুতুবউদ্দিন সেলিম, সুবির পালিত, রুস্তম আলী, নঈম সিদ্দিকী, নেছার আহমেদ খান, নোমান উল্লাহ বাহার, খায়ের মোহাম্মদ, সেকান্দর আলী, হাফেজ নূরুল আজিম, আজিজুল হক প্রমুখ। অধ্যাপক আবদুল আলীম স্মারক লিপি প্রদানের আগে এই বিষয়ে একাধিকবার স্মারকলিপি দিয়েও প্রতিশ্রুতি পেলেও কোনো ফলাফল পাওয়া যায়নি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঈদে শিক্ষার্থীদের বিনামূল্যে যাতায়াত সুবিধা চেয়ে চিঠি
পরবর্তী নিবন্ধদৈনিক আজাদীর ম্যানেজার মঈনুল আলম বাদলের মায়ের ইন্তেকাল