নগরীর বলুয়ার দীঘির পাড়স্থ খানকাহ-এ-কাদেরীয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ার উদ্যোগে হযরত সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটির (রহ.) ৬৩তম পবিত্র সালানা ওরশ শরীফ উপলক্ষে ১১ দিনব্যাপি আয়োজিত মাহফিলের সমাপনি দিবস ও আখেরী মোনাজাত কাল শনিবার অনুষ্ঠিত হবে।
কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র খতমে কোরআন, খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রসূল (দ:), বাদে আছর পবিত্র নাতে রসূল (দ:) খতমে গাউছিয়া শরীফ, বাদে মাগরিব স্মারক আলোচনা সভা।
আলোচনা সভায় দেশ বরেণ্য ওলামায়ে কেরাম আনজুমান ও গাউছিয়া কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। বাদে এশা সালাতুস্সালাম আখেরী মোনাজাত ও তবারুক বিতরণ। আলোচনা সভায় সকল এলাকাবাসী, পীর ভাই-বোন ও গাউছিয়া কমিটির সকল সদস্যবৃন্দকে উপস্থিত থাকার জন্য খানকা শরীফের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।