বলুয়ার দীঘি খানকায় আহমদ শাহ্‌ সিরিকোটির (রহ.) সালানা ওরশের আখেরী মোনাজাত কাল

| শুক্রবার , ১০ জুন, ২০২২ at ৭:৩৭ পূর্বাহ্ণ

নগরীর বলুয়ার দীঘির পাড়স্থ খানকাহ-এ-কাদেরীয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ার উদ্যোগে হযরত সৈয়্যদ আহমদ শাহ্‌ সিরিকোটির (রহ.) ৬৩তম পবিত্র সালানা ওরশ শরীফ উপলক্ষে ১১ দিনব্যাপি আয়োজিত মাহফিলের সমাপনি দিবস ও আখেরী মোনাজাত কাল শনিবার অনুষ্ঠিত হবে।

কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র খতমে কোরআন, খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রসূল (দ:), বাদে আছর পবিত্র নাতে রসূল (দ:) খতমে গাউছিয়া শরীফ, বাদে মাগরিব স্মারক আলোচনা সভা।

আলোচনা সভায় দেশ বরেণ্য ওলামায়ে কেরাম আনজুমান ও গাউছিয়া কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। বাদে এশা সালাতুস্‌সালাম আখেরী মোনাজাত ও তবারুক বিতরণ। আলোচনা সভায় সকল এলাকাবাসী, পীর ভাই-বোন ও গাউছিয়া কমিটির সকল সদস্যবৃন্দকে উপস্থিত থাকার জন্য খানকা শরীফের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপরীক্ষায় আইনের ব্যত্যয় হলে ছাড় নয়
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে সাড়ে ১৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ক্যাপসুল