বলুয়ার দীঘির খানকায় খাজা গরীবে নেওয়াজের ওরশ কাল শুরু

| শনিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:২২ পূর্বাহ্ণ

নগরীর বলুয়ার দীঘির পাড়স্থ খানকায় খাজা মঈনুদ্দিন চিশতী আজমিরীর (রহ.) পবিত্র ওরশ উপলক্ষে ৬ দিনব্যাপী মাহফিল খাজা গরীবে নেওয়াজ (রহ.) কাল রবিবার হতে শুক্রবার পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব অনুষ্ঠিত হবে।
এতে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে- পবিত্র কোরআন তেলোয়াত, পবিত্র নাতে রাসূল (দ.), খতমে গাউছিয়া শরীফ, খতমে খাজেগান ও হুজুর খাজা গরীব নেওয়াজে পবিত্র জীবনীর উপর আলোচনা ও সালাতুসাল্লাম আখেরী মুনাজাত। মাহফিলে সকল ধর্মপ্রাণ মুসলমানদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য খানকাহ শরীফের পক্ষ থেকে অনুরোধ জানানা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘জিয়াউর রহমানের স্থান জনগণের হৃদয়ে’
পরবর্তী নিবন্ধমাদক ব্যবসায়ী নারীর মাদক বিরোধী প্রচারণা