বলুয়ারদীঘি সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষয়িত্রী সুপ্রীতি সেনের কর্মজীবন থেকে অবসর গ্রহণ উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গতকাল শনিবার বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সুচনা মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, সুপ্রীতি সেন সত্যিকার অর্থে একজন মানুষ গড়ার কারিগর। যে সকল শিশু কিশোরকে তিনি পাঠদান করেছিলেন তাদের মধ্যে অনেকেই আজকে দেশ–বিদেশে কৃতিসন্তান হিসেবে স্বীকৃতি লাভ করেছেন এবং তাঁর অনেক ছাত্রছাত্রী দেশ–বিদেশে সরকারি বেসরকারী প্রতিষ্ঠানে মর্যাদা পূর্ণ পদে অধিষ্ঠিত আছেন। সমাজকে আলোকিত ও সুশিক্ষিত করার জন্য সুপ্রীতি সেন যে অবদান রেখেছেন তাঁর জন্য আমরা সকলেই গর্বিত এবং তাঁর প্রতি চিরকৃতজ্ঞ থাকব। বিদায়ী প্রধান শিক্ষয়িত্রী সুপ্রীতি সেন অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, আমার কর্মজীবন থেকে অবসর গ্রহণকালীন এই বিদায় বেলায় আপনারা আমার প্রতি যে ভালোবাসা–সম্মান দেখিয়েছেন তা আমি আমৃত্যু মনে রাখবো।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কমিশনার পেয়ার মোহাম্মদ। আরো বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের কাউন্সিলর রুমক্ষি সেনগুপ্তা, সহকারি শিক্ষক হারুণ–উর–রশিদ, থানা শিক্ষা অফিসার লিপি রাণী গোপ, রহমত উল্লা সুমন, শিক্ষানুরাগী মো. ওয়াসিম, সুমন নন্দী, আবদুল করিম, অনন্দিতা পাল, রেহানা বেগম, মো. ওসমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












