বলুয়ারদীঘি পাড়ে পার্বতী সুহৃদ মাতার তিরোধান উৎসব আজ শুরু

| বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর, ২০২৪ at ৮:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের উদ্যোগে পার্বতী সুহৃদ মাতার ৬৮তম তিরোধান উৎসব আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। নগরীর বলুয়ারদীঘি পাড়স্থ মহাশ্মশান প্রাঙ্গণে অনুষ্ঠেয় পাঁচদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে রয়েছেধর্মসম্মেলন, ভক্তিসঙ্গীতাঞ্জলি, প্রদীপ প্রজ্জ্বলন, ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও প্রসাদ আস্বাদন। ধর্মসম্মেলনে আশীর্বাদক থাকবেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ। প্রধান অতিথি থাকবেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, উদ্বোধক থাকবেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, প্রধান বক্তা থাকবেন কল্যাণ ফ্রন্টের মহাসচিব এসএন তরুণ দে, বিশেষ অতিথি থাকবেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ধর্মতত্ত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী ও উত্তম কুমার চক্রবর্তী, স্বাগত বক্তব্য রাখবেন পরিষদের প্রধান উপদেষ্টা আর কে দাশ রুপু। অনুষ্ঠানের প্রতিটি পর্বে ভক্তমণ্ডলীকে উপস্থিত থাকার জন্য পরিষদের সভাপতি আশুতোষ দে ও সাধারণ সম্পাদক সৌরভ প্রিয় পাল অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেতাগী আনজুমানে রহমানিয়ার শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধআবদুল মতলব